Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাদলা হিন্দু জমিদার বাড়ী
স্থান

বাদালা ইউনিয়নের বাদলা ০৭ নং ওয়ার্ডে অবস্থিত ।

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ সদর থেকে নিয়ামতপুর বাসষ্ট্যন্ড হয়ে চৌগাংগা পর্যন্ত গাড়ী যোগে আসা যায় । এবং চৌগাংগা থেকে নৌকা যোগে বাদলা হাসপাতাল ঘাটে নেমে হেটে ০৫ মিনিট সময় লাগবে ।

যোগাযোগ

0

বিস্তারিত

এই হিন্দু জমিদার বাড়ী আনুমানিক ১০০ শত বৎসর পূর্বে প্রতিষ্টিত হয়েছিল । বাড়ীটি তখন কার সময়ের উন্নত মানের ইট দিয়ে তৈরী হয়েছিল । এই বাড়ীটি বাদলা ইউনিয়নের বাদলা গ্রামের মদ্দিখানে অবস্থান করছে । বর্তমানে এই হিন্দু জমিদার বাড়ীতে আরেক মুসলমান জমিদার পরিবার বসবাস করেন । তারা ছিলেন থানেশ্বর গ্রামের বাসিন্দা । কিন্তু হিন্দু জমিদারা যখন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্চিল ঠিক তখনেই তাদের কে এই বাড়ীটি দিয়ে যান । এই জমিদার বাড়ীতে এখন ও প্রবেশ করলে দেখতে পাবেন যে তখন খার সময়ের উন্নত মানের ইট, রড, সিমেন্ট এবং সুন্দর কারুকার্য দিয়ে তৈরি এই হিন্দু জমিদার বাড়ীটি ।