সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা । আসলে এই কথাটির অর্থ হলে যে গ্রামের এই সহজ শরল কৃষক মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন । আর এই ফসল বাংলাদেশর অনেক আনাচে কানাচে পৌছে দেয় । আর আমরা ঘরে বসেই এই সব ফসলাদী খেয়ে জীবন নির্বাহ করে থাকি । গ্রামের এই সহজ শরল মানুষ গুলোর জন্য আমরা এই সুনার ফসল খেয়ে বেছে আছি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস