ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্দরা এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি , সকল দেশের রানী সে যে আমার জন্ম ভূমি । আসলে জন্ম ভূমিকে ভালবাসা আমাদের সকলেরই উচিত । কারন প্রকৃতির এই অসাধারণ সুন্দরর্য সকলের মনকে আকৃষ্ট করে । এই পৃথিবীতে যথ বড় বড় মুনিষীরা জন্ম গ্রহন করেছেন তারা সকলেই জন্ম ভূমির কথা ভেবে কত গর্ভই না করেছেন এই জন্ম ভূমিকে নিয়ে । অনেক কবি , সাহিত্যিক , যথ দূরেই থাকুক না কেন জন্ম ভূমিতে যেন তাদের মৃত্যু বরণ হয় এই কথাই ভাবতেন । সুতরাং তাই আমরা বলতে পারি জন্মেছি মাগু তোমার খুলেতে মরিযেন এই দেশে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস